শেখ হাসিনা-জয়ের ছবি বিকৃত করায় বিএনপির দুজন গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃতভাবে ফেসবুকে পোস্ট করায় বিএনপির দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ এদের গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরুল্লাহ জানান, প্রধানমন্ত্রী, তাঁর ছেলে ও কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেন গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও কর্মী মিঠু। ফেসবুকে এসব ছবি দেখার পর সকালেই বিশেষ অভিযান চালিয়ে এদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এদের দুজনেরই বাড়ি দৌলতদিয়া ইউনিয়নের ফেলুমোল্লার পাড়ার বিভিন্ন গ্রামে।
ওসি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আহসান হাবিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও সঠিক নয় বলেও দাবি করেন তিনি।