নান্দাইলে চার খুনের ঘটনায় মামলা
ময়মনসিংহের নান্দাইলে একই পরিবারের চার খুনের ঘটনায় মামলা হয়েছে। পরিবারের গৃহকর্তা নিহত বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম বাদী হয়ে নান্দাইল থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এনটিভি অনলাইনকে জানান, বিকেল সাড়ে ৪টায় মামলাটি দায়ের করা হয়। বিল্লালের ভাই লাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার বাদী উল্লেখ করেছেন। তবে তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম প্রকাশ করতে চাননি ওসি।
গত শুক্রবার রাতে নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বাঁশাটি গ্রামে বিল্লাল হোসেন, তাঁর তিন ছেলে ফরিদ, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ওই রাতেই গ্রামের একটি পুকুর পাড় থেকে বিল্লাল হোসেনের ভাতিজা ও লাল মিয়ার ছেলে জামালের লাশও উদ্ধার করে।
ঘটনার রাতেই পুলিশ ওই গ্রাম থেকে খোকন নামে একজনকে আটক করে। পরে শনিবার রাতে হারুন ও আলী আকবর নামে আরো দুজনকে আটক করা হয়।