ইডেন ছাত্রলীগের প্রচার সম্পাদককে পেটালেন সাধারণ সম্পাদক
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুনমুন নাহার বৈশাখীকে পিটিয়েছেন সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চি। আজ রোববার বেলা ১১টার দিকে কলেজের রাজিয়া হলে এ ঘটনা ঘটে।
তবে সাধারণ সম্পাদক পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।
কলেজ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিপা, সাধারণ সম্পাদক অর্চি বৈশাখীকে বকুলতলায় ডাকেন এবং হুমকি-ধমকি দিয়ে রুমে পাঠিয়ে দেন। পরে আজ রোববার সকাল ১০টার দিকে আবারও বৈশাখীকে ডাকতে ১০-১২ জন ছাত্রীকে পাঠান অর্চি। ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে অর্চির সাথে দেখা করতে যাওয়ার আগেই সাড়ে ১০টার দিকে অর্চি রাজিয়া হলের ৩০৭ নম্বর কক্ষে আসেন এবং দরজা আটকে বৈশাখীকে মারধর করেন।
এ বিষয়ে জানতে চাইলে বৈশাখী বলেন, ‘আমি আগে অর্চি আপুর সাথে একই কক্ষে থাকতাম। আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ কেন তিনি মারধর করলেন বুঝতে পারছি না। তবে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নিঝুম আপুর বাসায় যাওয়ার কারণে তিনি ক্ষিপ্ত হতে পারেন বলে মনে হচ্ছে।’
এসব বিষয় অস্বীকার করে অর্চি বলেন, ‘আমি কাউকে মারধর করিনি, হুমকিও দেইনি। শুধু ডেকে কথা বলেছি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
মারধরের বিষয়ে ইডেন মহিলা কলেজের রাজিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’