টাঙ্গুয়ার হাওরে ডুবে এমসি কলেজের ছাত্র নিহত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পানিতে ডুবে সিলেটের এমসি কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে হাওরের ওয়াচ টাওয়ারের পাশে তাঁর লাশ ভেসে ওঠে।
নিহত ছাত্রের নাম আশরাফুল হাসান (২৩)। তিনি এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তাঁর বাড়ি সুনামগঞ্জ শহরের হাজিপাড়ায়।
আশরাফুলের বন্ধু এমসি কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. রাফিজুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে তাহিরপুর সীমান্তে বেড়ানোর উদ্দেশে তাঁরা ১৮ জন বন্ধু সীমান্তের টেকেরঘাটে যান। সেখান থেকে আজ দুপুর ১টার দিকে টাঙ্গুয়ার হাওরে পৌঁছায়।
রাফিজুল ইসলাম জানান, তাঁরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে ট্রলার বেঁধে পানিতে সাঁতার কাটতে নামেন। কিছুক্ষণ পর তাহিরপুরের উদ্দেশে যাত্রা করেন। ট্রলারের ওপর আশরাফুলের তোয়ালে দেখে তিনি ভেতরে টয়লেটে আছেন, এটা ভেবে ট্রলার নিয়ে তাঁরা যাত্রা করেন। ১৫ মিনিট ট্রলার চলার পর আশরাফুলকে না দেখে ট্রলার নিয়ে আবার ওয়াচ টাওয়ারের পাশাপাশি যান তাঁরা। সেখানে টাওয়ারের ১০ থেকে ১৫ ফুট দূরে আশরাফুলের লাশ ভাসতে দেখা যায়। স্পিডবোটে করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, আশরাফুলের লাশ থানায় রেখে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের সদস্যরা থানায় এলে তাঁদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত বা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।