নাটোরে অস্ত্রসহ তিন ডাকাত আটকের দাবি র্যাবের
নাটোরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ তিন ডাকাতকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের একটি নির্মাণাধীন মাদ্রাসা থেকে একটি রিভলবার, একটি এলজি ও সাতটি গুলিসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। র্যাবের দাবি, এরা তিনজনই ডাকাত দলের সদস্য।
র্যাব-৫ এর কমান্ডার জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। খবর পেয়ে র্যাব-৫ এর একটি দল গতকাল রাত ১০টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের একটি নির্মাণাধীন মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় তালিকাভুক্ত ডাকাত কালাম, তাঁর সহযোগী সাদ্দাম ও খায়রুলকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি এলজি ও সাতটি গুলি উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায় বলেও জানায় র্যাব।