ফরিদপুরে সামসুদ্দিন মোল্যার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যার ২৬তম মৃত্যবার্ষিকী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ও বাল্য বন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, ফরিদপুরের সাবেক জেলা গভর্নর, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠতা ও সাবেক সভাপতি ছিলেন শামসুদ্দিন মোল্যা।
সকাল ৮টায় শহরে একটি শোকর্যালি বের করার মধ্যে দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল সাড়ে ৮টায় শহরস্থ আলীপুর কবরস্থানে মরহুম শামসুদ্দিন মোল্যার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ফরিদপুর আওয়ামী লীগ, সামসুদ্দিন মোল্যা স্মৃতি পরিষদ, পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মণী যোবায়দা শামসুদ্দীন, বড় ছেলে জুবায়ের জাকির, এস এম কামরুজ্জামান কাফি, বিশিষ্টি মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডার ফয়েজ আহমেদ, শামসুদ্দীন মোল্যা স্মৃতি সংসদের সদস্য সচিব মো. লিয়াকত হোসেন প্রমুখ।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে দিনটি উপলক্ষে বাদ আছর মহুরমের নিজ বাস ভবনে দোয়া মাহফিল ও সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।