নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। শোক ও শ্রদ্ধায় দিনটি পালন করছেন তাঁর ভক্তরা। দিনটি উপলক্ষে লেখকের গড়ে তোলা নন্দনকানন গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
আজ বুধবার সকালে নুহাশপল্লীতে প্রয়াত কথাশিল্পীর সমাধিতে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর দুই ছেলে নিষাদ ও নিনিদকে নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করেন। এ ছাড়া হুমায়ূন আহমেদের ভাইবোন ও অন্য আত্মীয়রা সমাধিতে ফুল দিয়ে জিয়ারত করেন।
নুহাশপল্লীতে সকাল থেকেই প্রয়াত লেখকের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তিলাওয়াত চলছে। দুপুরে স্থানীয় মাদ্রাসা ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রিয় লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুমায়ূন আহমেদের ভক্তরাও এসে ভিড় করছেন নুহাশপল্লীতে। তাঁরা প্রিয় লেখকের কবর জিয়ারত করে দোয়া করছেন।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নেত্রকোনার কেন্দুয়া গ্রামে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। জীবিতাবস্থায় নিজের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা দেখে গেছেন এই লেখক।
২০১১ সালে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। পরের বছরের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রে তাঁর অন্ত্রে অস্ত্রোপচার করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সংক্রমণের শিকার হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
হুমায়ূন আহমেদের শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্তে তাঁকে নিজের প্রতিষ্ঠিত গাজীপুরের নুহাশপল্লীতে দাফন করা হয়।