নেত্রকোনায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় পালিত হচ্ছে তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণে আজ বুধবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে স্কুল প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, কালো ব্যাজ ধারণ, লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, মিলাদ ও দোয়া মাহফিল।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলার একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে কেন্দুয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাশিবিরেরও আয়োজন করা হয়।
লেখকের মৃত্যুবার্ষিকীতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা লেখকের আত্মার মাগফিরাত কামনা করে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নেত্রকোনার কেন্দুয়া গ্রামে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। জীবিতাবস্থায় নিজের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা দেখে গেছেন এই লেখক।
২০১১ সালে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। পরের বছরের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রে তাঁর অন্ত্রে অস্ত্রোপচার করা হয়। কিন্তু পরবর্তীতে সংক্রমণের শিকার হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
হুমায়ূন আহমেদের শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্তে তাঁকে নিজের প্রতিষ্ঠিত গাজীপুরের নুহাশপল্লীতে দাফন করা হয়।