সুরঞ্জিতের জনসভায় হামলা : মামলার শুনানি ৩০ অক্টোবর
আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দিরাই পৌর শহরের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালত এ আদেশ দেন।
মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ আদালতে হাজির হলে আদালত এই এ দিন ধার্য করেন।
আজ আরিফুল হক ও জি কে গউছ মো. মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার আবেদন করেন। পরে আদালত তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর মামলার দিন ধার্য করেন।
আদালতে আসামিপক্ষের শুনানিতে অংশ নেন মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, মল্লিক মইনউদ্দিন আহমেদ সুহেল, মাসুক আলম, শেরেনুর আলী ও আবদুল হক। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ছিলেন পিপি খায়রুল কবির রুমেন।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় জামিনে রয়েছেন ওই দুই মেয়র।