কিশোরী ধর্ষণের দায়ে ৫ কিশোরের যাবজ্জীবন
কিশোরী ধর্ষণের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নরসিংদীর একটি আদালত। আজ রোববার দুপুর ৩টার দিকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
এ ছাড়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম চৌধুরী। তিনি আরো জানান, মৃত্যুদণ্ডতুল্য অপরাধ করার পরও আদালত অপরাধীরা কিশোর বিবেচনায় তাদের যাবজ্জীবন দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলো সদর উপজেলার দাসপাড়া মহল্লার শাহ আলম, একই এলাকার সবুজ, রমজান, মোবারক ওরফে মোকারম এবং রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার জাহিদুল ইসলাম স্বপন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৯ জানুয়ারি দাসপাড়া মহল্লার এক কিশোরীকে (১৫) রান্না করে দেওয়ার কথা বলে শাহ আলম ডেকে নিয়ে যায়। পরে পালাক্রমে পাঁচজন তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।