মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে বজ্রপাতে এক কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া গাংনী উপজেলায় একই সময়ে বজ্রপাতের ঘটনায় এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুটি বজ্রপাতের ঘটনা ঘটে।
মহাজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমান হোসেন মিলু এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহত কৃষকের নাম বিল্লাহ হোসেন।
আহত দুজন হলেন কোমরপুর গ্রামের মুক্তার সরদার ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের ওহাব হোসেনের স্ত্রী কিরণমালা।
স্থানীয়রা জানান, আজ সকালে কৃষক বিল্লাহ হোসেন ও মুক্তার সরদার মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তাঁরা দুজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিল্লাহকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকালে একই সময়ে গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে বজ্রপাতে কিরণমালা নামের এক গৃহবধূ আহত হন। তাঁকেও মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই বিল্লাহ মারা যান। বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁরা এখন শঙ্কামুক্ত।