সুনামগঞ্জের নীলাদ্রি লেকে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
সুনামগঞ্জে ভারত সীমান্তবর্তী টেকেরঘাট এলাকার নীলাদ্রি বা লাইমস্টোন লেকে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। পর্যটকের নাম ওয়াহিদ খলিল (২৮) তিনি ঢাকার মিরপুর এলাকার মোস্তফা কামালের ছেলে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, ঢাকা থেকে গতকাল শুক্রবার সকালে ওয়াহিদ খলিলসহ পাঁচজন টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন। খলিল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শুক্রবার দিনভর হাওরে ঘোরাঘুরির পর হাওরের পাশের টেকেরঘাট এলাকায় একটি নৌকায় রাতে থাকেন তাঁরা। শনিবার বেলা ২টার দিকে টেকেরঘাট এলাকার নীলাদ্রি লেকে গোসল করতে নামেন তাঁরা। এ সময় ওয়াহিদ খলিল পানিতে ডুবে যান। নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয়দের নিয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন কাজ করছেন।
টাঙ্গুয়ার হাওরে কর্তব্যরত জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শাকিল আহমদ জানান, তিনি ঘটনাস্থলে আছেন। স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।