সড়কে পানি, প্রকৌশলী প্রত্যাহার
পানি জমে জলাবদ্ধতার কারণে ঢাকা-আশুলিয়া সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় দায়িত্বরত ঢাকা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানকে প্রত্যাহার করে নিয়েছেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তবে আজ বুধবার রাতের মধ্যেই সড়কটি মেরামত করা সম্ভব হবে বলেও তিনি জানান।
এ দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে মেরামত না হওয়া পর্যন্ত ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে।
সন্ধ্যায় সেতুমন্ত্রী সড়ক পরিদর্শন শেষে আশুলিয়ার বাইপাইলে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা জানান। তিনি আরো বলেন, এমন পরিস্থিতি হবে জেনেও নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান সড়কটি মেরামত করেননি। তাই তাঁকে প্রত্যাহার করে ক্রাইসিস ম্যানেজার হিসেবে গাজীপুরের প্রকৌশলী সবুজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে পানি জমে এক কিলোমিটার এলাকায় খানাখন্দের সৃষ্টি হলেও দায়িত্বরত প্রকৌশলীর অবহেলার কারণে তা মেরামত করা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে।
সড়কটির নাজুক অবস্থার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে বাইপাইল পর্যন্ত ২২ কিলোমিটার সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।