অতীতের চেয়ে রাস্তাঘাটের অবস্থা ভালো : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বছরের নয় মাস নাকে তেল দিয়ে ঘুমাব আর তিন মাস আমরা সচেতন হবো, এটা হয় না। সারা বছরই সড়ক মেরামতের কাজ করতে হবে। তবে আমি মনে করি অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। এবারের ঈদে সড়কের জন্য যদি কোনো দুর্ভোগ হয়, তাহলে এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহনমন্ত্রী আরো বলেন, ‘ল্যান্ড রিকুইজিশন, রাস্তার পাশে বসতবাড়ি, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা থাকায় নবীনগর-বাইপাইল-উত্তরা সড়কটি চার লেনে প্রশস্তকরণ সম্ভব হচ্ছে না। তাই ওই পথের ২২ কিলোমিটার এলাকায় এলিভেটেডে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এজন্য আমরা বিদেশি ফান্ডের নিশ্চয়তা পেয়েছি। ইতিমধ্যে ওই পথের ডিটেইল প্ল্যানিং, সয়েল টেস্টসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটি হবে দেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।’
ওবায়দুল কাদের আরো বলেন, আগামী সেপ্টেম্বরে জয়দেবপুর-এলেঙ্গা চার লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু করা হবে। ইতিমধ্যে এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে ও কার্যাদেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ মহাসড়ক চার লেনের উন্নীতকরণের পর কবে তা উদ্বোধন হবে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় আগামী সাত দিনের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরে চার লেন, দুই হাজার ৫০০ ফুট ওপরের থানছি রাস্তা যেটি আলীকদম হয়ে কক্সবাজার চলে গেছে এবং বিরুলিয়া সেতুটি উদ্বোধন করবেন। আর মাস দুয়েক পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন উন্নীতকরণ রাস্তাটি উদ্বোধন করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান, বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সড়ক পরিবহনমন্ত্রী আজ আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতায় ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়লে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আবারও দাবি করেন, বর্তমানে সড়কের অবস্থা বেশ ভালো। এই অবস্থায় মানুষের দুর্ভোগ হবে না। যত্রতত্র পার্কিং ও যানবাহনের চালকরা সচেতন হলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে বলে আশ্বাস দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সড়ক চলাচল উপযোগী হলেও ফিটনেসহীন গাড়ির কারণে মানুষকে যানজটে পড়তে হয়। কিন্তু পুলিশকে বারবার বলা সত্ত্বেও ফিটনেসহীন যানবাহন চলাচল বন্ধ করতে পারছে না তারা।
পরিদর্শনকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক চার লেনে উন্নীতকরণের ঘোষণা দেন ওবায়দুল কাদের।