ব্যবসায়ী নেতা চপলের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার ব্যবসায়ী সংগঠনগুলো। চপল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার আলফাত স্কয়ারে চেম্বার অব কমার্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি আমিনুল ইসলাম, চেম্বার অব কমার্সের পরিচালক অমল কর, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, চেম্বার সদস্য সবুজ কান্তি দাস ও ব্যবসায়ী সৈয়দ ইমন, ব্যবসায়ী জি এম তাশহিদ, দীপ্ত তালুকদার টিটু, শিমন চৌধুরী, শওকত আহমদ ও কাজল চন্দ্র দে।
মানববন্ধনে বক্তারা বলেন, খায়রুল হুদা চপল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, তিনি হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে কখনই জড়িত ছিলেন না। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
গত ১৫ আগস্ট সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় খায়রুল হুদা চপলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে দুদক।
গত ২ জুলাই সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলহানির ঘটনা ঘটে। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ফসলরক্ষা বাঁধের কাজের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৬১ জনের বিরুদ্ধে জেলা সদর থানায় মামলা করে দুদক।