কুষ্টিয়ায় একজনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
কুষ্টিয়ার বড়বাজার সুইপার কলোনিতে আজ শনিবার একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১টার দিকে শত্রুতার জের ধরে কুষ্টিয়ার বড়বাজার সুইপার কলোনিতে স্বপন ও জুলোন কলোনির বিজয় লালকে (২৫) ধারালো কোদাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন বিজয় লালকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিংসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বিজয় লাল কুষ্টিয়া সুইপার কলোনির তিতুলালের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, খুনের সঙ্গে সরাসরি জড়িত স্বপন ও জুলোনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।