গাইবান্ধায় গুলি করে যুবককে হত্যা
গাইবান্ধার সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামে গতকাল রোববার রাতে ফজলে রাব্বি (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। এ ছাড়া আজ সোমবার সকালে জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ বৈঠাখালী স্থান থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, রাব্বি একসময় নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জেএমবি থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন। এরই মধ্যে হত্যার ঘটনা নানামুখী সন্দেহের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহত রাব্বি বসন্তেরপাড়া গ্রামের সাদাক্কাস আলীর ছেলে।
ঘটনার সময় রাব্বির সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী এনামুল জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জুমারবাড়ি বাজার থেকে তাঁরা দুজন গ্রামের বাড়িতে ফিরছিলেন। বসন্তেরপাড়া স্লুইসগেটের কাছে পৌঁছামাত্র হঠাৎ পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন লোক এসে তাঁদের পথ রোধ করেন। মুহূর্তে তাঁদের মধ্যে একজন রাব্বির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যান। রাব্বি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
স্থানীয় লোকজন জানান, জেএমবি সক্রিয় সদস্য ও মামলার পলাতক আসামি হওয়ায় কয়েক বছর পর এবার ঈদ করার জন্য গোপনে বাড়ি এসেছিলেন রাব্বি।