ত্রুটিটা রাস্তায় নয়, ড্রাইভিংয়ে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে দুর্ঘটনার জন্য রাস্তা নয়, বেপরোয়া গাড়ি চালানোই দায়ী।
আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ মুলিবাড়ি রেলক্রসিং এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এখানে পরপর দুই দিনের মাথায় এই যে দুর্ঘটনা ঘটল, এত প্রাণহানি ঘটল, আমি আবারও বলছি, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম নেই। এখানে রাস্তা অত্যন্ত ভালো এবং রাস্তার মধ্যে কোনো ত্রুটি নেই। ত্রুটিটা বেপরোয়া ড্রাইভিংয়ে।’
সেতুমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বর থেকে ফোর লেনের (চার লেন) কাজ কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। সেপ্টেম্বর থেকে ফিজিক্যাল কাজ (মূল নির্মাণকাজ) শুরু হয়ে যাবে। এখান থেকে হাটিকুমরুল পর্যন্ত ফোর লেনের পরিকল্পনা আছে।’
ওবায়দুল কাদের বলেন, আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত চারটি দুর্ঘটনাপ্রবলণ এলাকায় আরিচা মহাসড়কের আদলে নিউ জার্সি বেরিয়ার (এক ধরনের বিভাজক) নির্মাণ করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ঈদুল আজহার আগেই তা শেষ হবে। একই সঙ্গে আগামীতে এই মহাসড়ক চার লেনে পরিণত করা হবে।
ব্যাটারিচালিত যান চলাচল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যাটারিচালিত ছোট যানগুলো মহাসড়কে চলতে দেবেন না। এতে আপনাদেরই সমস্যা বাড়বে। একটা অ্যাকসিডেন্ট (দুর্ঘটনা) হলে দৌড়াদৌড়ি করতে হয় প্রশাসনকে, পুলিশকে। রাস্তা বন্ধ থাকে, মানুষ কষ্ট করে, দুর্ভোগ হয়।’ এ সময় তিনি আরো বলেন, ‘সাড়ে তিন বছর পর চারটা বড় সিটিতে ঘুরে এসেছি। কোথাও আমি কোনো বিলবোর্ড দেখিনি। কোনো রাজনৈতিক বিলবোর্ড নেই, আছে পণ্যের বিলবোর্ড। এই যে আমাদের নেতারা মাথা ঝুলাচ্ছে, তারাই আবার বিলবোর্ড লাগাবে। কেন, এই চেহারা দেখে কী লাভ?’
সেতুমন্ত্রী বলেন, “এমপি সাহেবের ছবি আছে, উনি দেখাতে পারেন। মন্ত্রী সাহেবের ছবি আছে। কিন্তু সঙ্গে আবার ক্যাডারদের ছবি। আসলে মন্ত্রী-এমপি জানেও না। এই ক্যাডাররা এসে রাস্তায় ‘আমি কী হনুরে’ ভাব দেখিয়ে চাঁদাবাজি করবে। সে জন্য কিছু কিছু লোক নিজেরাই বিলবোর্ডগুলো তৈরি করে।”
মন্ত্রীর সড়ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সড়ক ও সেতু বিভাগের চিফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সড়ক বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।