দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০ জন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন যশোরের মনিরামপুরের মো. সাহেব আলী ও বাসচালকের সহকারী তপন কুমার।
আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন সাতক্ষীরার তালার নগরঘাটা এলাকার সাজু, যশোরের কেশবপুরের গৌরীঘোনার জামাল ও দেবু, পাটকেলঘাটার কুমিরার নুরুল হক, সাতক্ষীরার রাধানগরের ওয়াজেদ আলী, তালার হরিহরনগরের নাসিরউদ্দিন, দুধলির জাহানারা, গোপালপুরের মুসলিমা, খুলনার আফরোজা, আফরোজার ছেলে আশিক, মেয়ে মিম, আশাশুনির চাঁদপুর এলাকার জলিল, সাতক্ষীরার নাথপাড়ার রাজ্জাক, মিরাজ ও সজীব।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খুলনা থেকে একটি বাস সাত্ক্ষীরায় যাচ্ছিল। পথে মির্জাপুর এলাকায় বাসটি সড়কের দুটি গতিরোধক তড়িঘড়ি করে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। ওই ধাক্কায় গাড়ি দুটি সড়কের বাইরে না পড়লেও ভেঙেচুড়ে যায়। এ সময় বাসের মধ্যে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের দ্রুত নিয়ে গিয়ে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
তরিকুল জানান, ঘটনাস্থলে কেউ না মারা গেলেও সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর সাহেব আলী ও তপন মারা যান।
এদিকে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন আহত ব্যক্তিদের স্বজনরা। হাসপাতালের কর্মকর্তা আবদুল আলিম জানান ‘হাসপাতালে তিনজন ডাক্তার রয়েছেন।’