পৌর যুবলীগ সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোরশেদুজ্জামান সেলিমকে কুপিয়ে আহত করা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুনসহ ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন হামলার শিকার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক আহত মোরশেদুজ্জামান সেলিম। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, জিল্লুর, শোক মিয়া, আকাশ, আশিক ও আশরাফুল। এরা মেহেদী হাসানের সমর্থক।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ জানিয়েছেন, ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন মোরশেদুজ্জামান। দায়ের করা মামলা নং- ১৯(০৭)১৫।
মঙ্গলবার রাতে মামলার বাদী মোরশেদুজ্জামান এনটিভি অনলাইকে জানান, মামলার প্রধান আসামি মেহেদী হাসান মিঠুনের নেতৃত্বে উল্লেখিত অভিযুক্তরা পিস্তল রাম দা, ছোরা, হকিস্টিক ও লাঠিসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে তাঁর (মোরশেদুজ্জামান) ওপর হামলা করে। তিনি আরো বলেন, ‘মেহেদী হাসান মিঠুন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুজিবুর রহমান ফকিরের নেতৃত্বে গড়ে ওঠা “ফকির বাহিনীর” সেকেন্ড ইন কমান্ড।
মোরশেদুজ্জামান সেলিম আরো জানান, ‘গত রোববার রাতে রাত সোয়া নয়টায় ধানমহালে সাবেক ছাত্রলীগ নেতা নিজামুদ্দিন বাবুলের বাসায় রাজনৈতিক সহকর্মী বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।