মহাসড়কে চলবে না সিএনজিচালিত অটোরিকশা : সেতুমন্ত্রী
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ।
urgentPhoto
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে ঈদে ঘরমুখো এবং ঘর থেকে কর্মস্থলমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভাটি শুরু হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন সেতুমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে সেতুমন্ত্রী জানান, সরকার ধাপে ধাপে সব মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে। পরবর্তী ধাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল সড়কও চার লেনে উন্নীত হবে। এ সময় তিনি আরো জানান, বিমানবন্দর থেকে বাইপাইল পর্যন্ত ২২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।