বরের বাবার লাঠির আঘাতে আহত কনের বাবার মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ে পাকা করতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে বরের বাবার লাঠির আঘাতে আহত কনের বাবা মারা গেছেন। নিহত ফয়জার রহমান ভুট্টু মিয়া (৪০) উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব এনটিভি অনলাইনকে বলেন, গত সোমবার সন্ধ্যায় ইউনিয়নের রাখালবুরুজ গ্রামের আফছার আলী ছেলের বিয়ে পাকা করার জন্য পাঁচ-ছয়জন লোক নিয়ে কনের বাড়ি আসেন।
উভয় পরিবারের মধ্যে বিয়ের দিন তারিখ ও অনান্য বিষয়ে কথা হচ্ছিল। এ সময় ভুট্টু মিয়া মেয়েকে একটি নাকফুল দিতে চান। কিন্তু বরের বাবা আফছার আলী তার পরিবর্তে টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বরের বাবা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে কনের বাবা ভুট্টু মিয়ার মাথায় সজোরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান তিনি।
পরে পরিবারের লোকজন ভুট্টু মিয়াকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুট্টু মিয়ার পরিবারের লোকজন হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।