গোসল করতে নেমে বোনসহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পানিতে ডুবে চিকিৎসাবিজ্ঞানের এক শিক্ষার্থী ও তাঁর ছোট বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার সদকী ইউনিয়নের মহিষাকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঝুমা (২২) ও তাঁর ছোট বোন জুঁই (২০)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক এনটিভি অনলাইনকে বলেন, দুপুর দেড়টার দিকে দুই বোন নিজেদের পুকুরে স্নান করতে নামে। দুজনের কেউই সাঁতার জানতেন না।
একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে গেলে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পাশের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।