নির্জন স্থান থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় নিশান (১২) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশে নির্জন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিশান মিরপুরের পোড়াদহ গ্রামের এনামুল হকের ছেলে। সে ভ্যান চালাত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-অপরাধ) সোহেল রেজা জানিয়েছেন, গতকাল শনিবার বিকেলে পোড়াদহ রেলগেট থেকে কয়েকজন ব্যক্তি মাঝিহাট যাওয়ার জন্য নিশানের ইঞ্জিনচালিত ‘পাখি’ ভ্যানযোগে রওনা হয়। এর পর থেকে নিশানকে আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে গলা কেটে নিশানকে হত্যা করে তাঁর লাশ ভাঙ্গা বটতলায় ফেলে গেছে হত্যাকারীরা।
সোহেল রেজা আরো জানান, নিশানের ভ্যানের কোনো সন্ধান মেলেনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। খুব শিগগিরই তাঁর হত্যাকারীদের আটক করা হবে।