সাংবাদিক শাকিরকে হুমকির প্রতিবাদে সিলেট সুনামগঞ্জে মানববন্ধন
সিলেটে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. শাকির হোসাইনকে প্রাণনাশের হুমকি ও বাসায় হামলার প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়।
সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সিলেট সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আশ্রাফ করীম, এসনিক-এর আহ্বায়ক জুরেজ আবদুল্লাহ গুলজার বক্তব্য দেন।
বক্তারা বলেন, পাথর কোয়ারি নিয়ে সংবাদ করায় সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকি দিলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। যে চক্রটি এসব করছে, তারা সমাজে প্রভাবশালী উল্লেখ করে বক্তারা বলেন, মুক্ত সংবাদচর্চায় যারাই বাধা দেবে তাদের কঠোর আইনের আওতায় আনতে হবে।
সিলেটে যাঁরাই সৎ, সুস্থ সংবাদ চর্চা করেন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে সিলেটের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে দুপুর ১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় গণমাধ্যমের প্রতিনিধি, স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পঙ্কজ দের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, বিশিষ্ট কবি ও কলামিস্ট ইকবাল কাগজী, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক-এর নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সাপ্তাহিক সুনামগঞ্জের আলো-এর ভারপ্রাপ্ত সম্পাদক আলী সিদ্দিক, দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মো. বোরহান উদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগীতশিল্পী অভিজিৎ চৌধুরী, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমদ, শিক্ষিকা কলি রায়, থিয়েটার সুনামগঞ্জের সহদলনেতা জুবের আহমদ ও সোহানুর রহমান সোহান প্রমুখ।
বক্তারা মানববন্ধনে জানান, শাকির হোসাইন প্রতিভাবান সাংবাদিক, তিনি নিজের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও যোগ্যতায় এনটিভির সুনামগঞ্জ প্রতিনিধি থেকে সিলেট এনটিভি অফিসে কাজ করেছেন। এখন তিনি মাছরাঙার স্টাফ রিপোর্টার। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একটি লুটেরাচক্র তাঁকে হুমকি-ধমকি দিচ্ছে। সাংবাদিকরা শাকির হোসাইনের পাশে আছেন, থাকবেন এবং দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ গড়ে তুলবেন।
সাংবাদিক শাকির হোসাইনকে হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।