সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা।
সোমবার দুপুরে জেলা আদালত প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি বিক্ষোভ মিছিল কালেক্টরেট ভবন প্রদক্ষিণ করে গোলচত্বরে সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মো. মাসুক আলম, অ্যাডভোকেট শামছুর রহমান প্রমুখ।