এসপির বাসভবন থেকে গোখরা, ধারস উদ্ধার
সুনামগঞ্জের পুলিশ সুপারের (এসপি) বাসভবন থেকে দুটি বিষধর সাপ উদ্ধার ধরা হয়েছে।
আজ সোমবার দুপুরে এই সাপ দুটি ধরা হয়। পাঁচ-ছয় ফুট লম্বা সাপ দুটির মধ্যে একটি বিষাক্ত গোখরা, অন্যটি ধারস।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, রোববার রাতে তিনি বাসভবনের পুকুরে একটি সাপ দেখতে পান। আজ সকালে একজন অভিজ্ঞ সাপুড়েকে খবর দিলে তিনি দুপুরে এক সহযোগী নিয়ে এসে সাপ দুটি ধরে নিয়ে যান।
সদর উপজেলার সোনাপুর গ্রামের মো. রজব আলী জানান, তিনি তাঁর সহকারী জমির আলীকে সঙ্গে নিয়ে সাপ দুটি ধরেছেন। ওই সাপ দুটি খুবই বিষাক্ত প্রজাতির। একটি গোখরা, অন্যটি ধারস। সাপগুলো পাঁচ-ছয় ফুট লম্বা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাপ দুটি সাপুড়েরা জঙ্গলে অবমুক্ত করে দেবেন।