মাগুরায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
মাগুরায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মাগুরা ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা আঙ্গারদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মাগুরা ও যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে একটি যাত্রীবাহী বাস মাগুরা থেকে যশোর যাওয়ার পথে জাগলা আঙ্গারদহ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে।