শিমুলিয়া-কাওরাকান্দিতে লঞ্চ বন্ধ, চলছে ফেরি
ঘূর্ণিঝড় কোমেনের কারণে আবহাওয়া বৈরী থাকায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে লঞ্চ, সি-বোট, ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এসব নৌযান চলাচল বন্ধ করে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। কিন্তু ফেরিগুলো ধারণক্ষমতার অর্ধেক পরিবহন পারাপার করছে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়ার পরির্দশক তোফাজ্জল হোসেন পাটোয়ারী জানান, কোমেনের কারণে দুর্ঘটনা এড়াতেই এসব নৌযান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে আবার চালু করে দেওয়া হবে নৌযানগুলো। তিনি আরো জানান, লঞ্চ, সি-বোর্ড ও ট্রলার বন্ধ থাকায় এ রুটের যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, দুর্ঘটনা থেকে বাঁচতে কিছুটা দুর্ভোগ স্বীকার করতে হবে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, সব ফেরি চলছে। তবে গাড়ির সংখ্যা কমিয়ে অর্ধেকের কাছাকাছি করা হয়েছে। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়া এবং ফেরিতে যানবাহন কম ওঠায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। নৌ চ্যানেলে পলি পড়ে পানির স্তর কমে যাওয়ায় রুটে চারদিন ধরে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু কে-টাইপ ও টাক ফেরি দিয়ে চলছে যানবাহন ও যাত্রী পারাপার। এরই মধ্যে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নতুন করে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।