সোনাগাজীর পাঁচ গ্রাম প্লাবিত
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট জোয়ারে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে চরের প্রায় পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এতে বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার ভোর থেকে ফেনীর কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। কোথাও কোথাও রোদও দেখা গেছে।
ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুর নাহার জানান, স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উঁচু জোয়ারে সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া, দক্ষিণ চর চান্দিয়া, চর শাহা ভিখারী, চর খোয়াজ, পৌরসভার দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিনি বলেন, উপজেলায় ঘূর্ণিঝড় কোমেনে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এদিকে ফেনীর ফুলগাজীর বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পনি ধীরে ধীরে নামতে শুরু করেছে। কিন্তু জলবদ্ধতার কারণে জনজীবনে দুর্ভোগ কমেনি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক জানান, মুহুরী নদীর পানি আজ সকাল ৯টায় পরশুরাম পয়েন্টে বিপৎসীমার এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ধীরে ধীরে নামছে। জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।