সুনামগঞ্জে ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক
প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সুনামগঞ্জে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে।
আজ রোববার দুপুর ১টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে গতকাল শনিবার দুপুরের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সুনামগঞ্জ।
রোববার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। সকাল ১০টার দিকে জেলার কোথাও কোথাও পরীক্ষামূলকভাবে অল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে সুনামগঞ্জে ঝড়ো হাওয়ায় বিদ্যুতের মূল লাইনের পাশাপাশি অভ্যন্তরীণ লাইনেরও ব্যাপক ক্ষতি করে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছ হেলে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রোববার সকাল থেকে কাজ করে দুপুর ১টার দিকে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক হয়।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম বলেন, ‘সকাল থেকে লাইনে কাজ করে ছাতক-সুনামগঞ্জের ৩৩ কেভি লাইন ত্রুটিমুক্ত করা হয়। পরে অভ্যন্তরীণ ১১ কেভির লাইনও ত্রুটিমুক্ত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।’
সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আছেন এক লাখের ওপর। এর বাইরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক আছেন আরো ২০ হাজার। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েন এসব গ্রাহক।