সুনামগঞ্জে রাধারমণ, হাসন রাজা, শাহ্ আব্দুল করিম ও দুর্বীন শাহ্ স্মরণে লোক উৎসব
সুনামগঞ্জের চার লোককবি বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাসন রাজা, দুর্বীন শাহ ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মরণে চার দিনব্যাপী ‘হাওর পাড়ের গল্প’ নামে লোক উৎসব শুরু হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে চার দিনব্যাপী এ উৎসব শুরু হয়।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
উৎসব উপলক্ষে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানমের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য দেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সুনামগঞ্জ- ২ আসনের সাংসদ ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ গবেষক ড. মোস্তাক আহমদ দীন প্রমুখ।
চার দিনব্যাপী ‘হাওর পাড়ের গল্প-২০১৭’ উৎসবের প্রথম দিনে বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে নাচ, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে গানে গানে দর্শক মাতিয়ে রাখেন বিশিষ্ট লোকসংগীত শিল্পীরা।