কুমিল্লায় বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৩
কুমিল্লায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি লেগুনার সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলার সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইউনিকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা শহরগামী সিটিলাইনের একটি লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন। এ ঘটনায় আহত হন অন্তত আরো ছয়জন।
ওসি জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ও দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।