কুষ্টিয়ায় বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ২
কুষ্টিয়া শহরতলির চৌড়হাস ফুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ২০ যাত্রী।
আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুজন হলেন বাসের চালক ইসলাম (৪৫) ও যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেম (৫৫)। তাঁদের মধ্যে ইসলামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়। আর মজিবর রহমানের বাড়ি কুষ্টিয়ার কমলাপুরে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন কুষ্টিয়ার গোশালা এলাকার শাহীন (৪০) ও যশোর সদর উপজেলার মাজেদুর রহমান (৩৮)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, সকালে কুষ্টিয়ার মজমপুর গেট থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। চৌড়হাস ফুলতলা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাক বাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় চারজন। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক, এটির চালক ও সহকারীকে আটক করে থানায় নেয়।
এসআই আরো জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।