ঢেউয়ের তোড়ে উল্টে গেল ট্রলার, নিহত ১
সুনামগঞ্জের হাওরে ট্রলারডুবিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ তিনজন।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুরের মইয়ার হাওরের ইছগাঁওয়ের ডহরে এই ঘটনা ঘটে। ট্রলারডুবির পর সন্ধ্যা ৬টার দিকে বাউধরন গ্রামের শরিফ উল্লার স্ত্রী ইলিকা বেগমের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জগন্নাথপুর ট্রলারঘাট থেকে ৫০ জন যাত্রী নিয়ে হলদিপুর ইউনিয়নের হলিকোনা যাওয়ার সময় মইয়ার হাওরের ইছগাঁও ডহরে গিয়ে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় যাত্রীদের বেশিরভাগ সাঁতরে পাড়ে ওঠতে পারলেও চার যাত্রী নিখোঁজ ছিলেন। কিছুক্ষণ পরে ইলিকা বেগমের লাশ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, ইছগাঁওয়ের ডহরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাননি তাঁরা।