সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
সুনামগঞ্জ শুরু হয়েছে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে সাড়ে ৩টায় খেলার উদ্বোধন করেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো.কামরুল আহসান। আজ উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে জগন্নাথপুর ও তাহিরপুর।
ডিআইজি মো.কামরুল আহসান বলেন, ‘ক্রিকেটের জোয়ারে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল তার গৌরব হারাতে বসেছে। সুনামগঞ্জ জেলা পুলিশ পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবলের যে আয়োজন করেছে তা প্রশংসনীয়। আশা করি এই আয়োজনের মাধ্যমে কয়েকটা দিন উপভোগ করা যাবে।’
এ টুনামেন্টে জেলার ১১টি উপজেলাকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ক গ্রুপে রয়েছে সদর, শাল্লা ও মধ্যনগর থানা। খ গ্রুপে রয়েছে ছাতক, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ থানা। গ গ্রুপে রয়েছে জগন্নাথপুর, তাহিরপুর ও ধর্মপাশা থানা এবং ঘ গ্রুপে রয়েছে দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও দোয়ারাবাজার থানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।