ভারতে পাচারের চেষ্টা, উদ্ধার ১৮
ভারতে পাচারের চেষ্টাকালে নারী, শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের সদর উপজেলার দড়াটানা ব্রিজের টোলঘরের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় এক ‘পাচারকারীকে’ আটক করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজন শিশু ও সাতজন নারী রয়েছে। তাদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। আটক মো. আব্বাস হাওলাদারের (৩৮) বাড়ি একই উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হায়াতুল ইসলাম খান জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের দড়াটানা সেতুর টোলঘরের কাছ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় আব্বাসকে আটক করা হয়।
তাদের ট্রাকে করে সাতক্ষীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ ধারণা করছে।
উদ্ধার হওয়াদের কয়েকজন জানান, তাঁদের কয়েকজন আত্মীয়স্বজন ভারতের বেঙ্গালুরুতে কাজ করে। সেখানে কাজের জন্যই তাঁরা দালালের মাধ্যমে ভারত যাচ্ছিলেন।