সুনামগঞ্জে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন
কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। আজ রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
‘কোচিং-বাণিজ্য একটি দুর্নীতি, আসুন এর বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংগঠনের কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এর আগে গত বৃহস্পতিবার সুনামগঞ্জ সরকারি কলেজে অনিয়মিত পাঠদান ও কোচিং বাণিজ্যের কারণে নিজের কলেজেপড়ুয়া মেয়ের পড়াশুনার অবনতি নিয়ে উদ্বিগ্ন মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর জেলা প্রশাসকের অফিস কক্ষের বারান্দায় বসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁর এই প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ এই মানববন্ধন করে দুপ্রক।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর বলেন, ‘শুধু আমার মেয়ের জন্য নয়, সব শিক্ষার্থীর জন্য এই প্রতিবাদ করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটসহ সব সমস্যা দূর করে নিয়মিত পাঠদানের ব্যবস্থা করতে হবে। কোচিং-বাণিজ্য বন্ধ করতে হবে।’
মানববন্ধন চলাকালে আরো বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মঞ্জুর আলম চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাশ, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, আবু সুফিয়ান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জের দুটি সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অবকাঠামোগত সংকটের কথা জানান। বক্তারা এসব সংকট দূর করে নিরবচ্ছিন্ন পাঠদান করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।