দিনাজপুরে বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক বিএনপির
জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দিনাজপুর জেলা বিএনপি।
সোমবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপিসহ ২০-দলীয় নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা-হামলা, আটকসহ পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’