সাংবাদিকতায় মানবিকতা বাড়াতে হবে : অর্থ প্রতিমন্ত্রী
পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের আরো মানবিক হতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শনিবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকতাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিকতা ফোরামের আয়োজনে এই কর্মশালায় এম এ মান্নান বলেন, সাংবাদিকদের কোনো রিপোর্টে যাতে কোনো নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় আরো বক্তব্য দেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাহানা রব্বানী, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিকতা ফোরামের সাধারণ সম্পাদক খাইরুজ্জামান কামাল, কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকার ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুলাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক ও লেখক হোসেন তৌফিক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ প্রমুখ।
সাংবাদিকতা পেশায় রিপোর্টিংয়ের পাশাপাশি মানবিকতাসহ রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা অনুষ্ঠান শেষে অংশহগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে মানবাধিকার সাংবাদিকতাবিষয়ক কর্মশালা সনদপত্র বিতরণ করা হয়।