খুলনায় ছাত্রদল-ছাত্রশিবির নেতাসহ আটক ৩১
খুলনায় বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রশিবিরের নেতাসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবু, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সহসভাপতি নাসিম আল নাহিদ ও ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবুল মুন্সী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নগরীর আটটি থানা থেকে ৩১ জনকে আটক করা হয়েছে।তাঁদের আজই মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।
এদিকে, অবরোধ কর্মসূচির পাশাপাশি নগরীতে ৭২ ঘণ্টার হরতাল চলছে। খুলনা নিউমার্কেটসহ বড় বড় বিপণিবিতান বন্ধ রয়েছে। খুলনা থেকে হাতেগোনা কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। নগরীতে হালকা যানবাহনসহ গণপরিবহন চলাচল করছে।