চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে খানাখন্দ, ভোগান্তি চরমে
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে খানাখন্দের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ৪৩ কিলোমিটার এ পথের ভোগান্তি এড়াতে অনেক মানুষ অতিরিক্ত ৪০ কিলোমিটার পথ ঘুরে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া যাচ্ছেন।
এ মহাসড়কের চুয়াডাঙ্গা জেলার অংশে ২৬ কিলোমিটার, এটি ভালো। কিন্তু কুষ্টিয়া জেলার ১৭ কিলোমিটারে সৃষ্টি হয়েছে খানাখন্দের। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী থেকে বটতৈল পর্যন্ত রাস্তা বেহাল। চুয়াডাঙ্গা থেকে রাজশাহী বিভাগের অন্য জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম সড়কপথ এটি। ফলে বেহাল রাস্তার কারণে অনেক ক্ষেত্রেই মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, কিছুদিন আগে এ পথের পাঁচ-ছয় কিলোমিটার এলাকা সংস্কার করা হয়েছিল। কিন্তু এখন তা ভেঙে আগের মতোই হয়ে গেছে। ফলে এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি কমেনি।
এ পথে চলাচলকারী এক ট্রাকচালক বলেন, পথটি সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। সব চালক চান, পথটি ঠিক করা হোক।
চুয়াডাঙ্গার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আমি শুনেছি এ সড়কের কিছু অংশ খারাপ। আমি যতটুকু জানি, এ রাস্তা সংস্কারে সরকার প্রকল্প হাতে নিচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি এটি ঠিক হয়ে যাবে।’