পাবনায় শিক্ষাবিদ নূরুন্নবীর কুলখানি অনুষ্ঠিত
পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ নূরুন্নবীর কুলখানি ও দোয়া মাহফিল আজ সোমবার বাদ জোহর তাঁর জন্মস্থান আতাইকুলা থানাধীন কাজীপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে মরহুমের সন্তানরা তাঁর বাবা যে বিদ্যালয়ে পড়তেন ৭৫ বছর আগে প্রতিষ্ঠিত সেই কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ কোমলমতি শিক্ষার্থীর মধ্যে খাতা ও কলম তুলে দেন।
অধ্যাপক নুরুন্নবীর মেজ জামাতা ফরিদপুরের বিশিষ্ট শিল্পপতি করিম গ্রুপের চেয়ারম্যান এবং ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর মিয়া, বড় ছেলে পাবনার আতাইকুলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ উন নবী কল্লোল, মেজ ছেলে বেলজিয়ামে ইউরোপীয় কমিশনের প্রকৌশলী হাবিবুন্নবী হিল্লোল, ছোট ছেলে মিডল্যান্ড ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার (ক্রেডিট ইনচার্জ) রাশিদ উন নবী পাপ্পু এবং একমাত্র ভাই ডা. লুৎফর রহমান, মরহুম নুরুন্নবীর স্ত্রী নূরজাহান বেগম এ সময় উপস্থিত ছিলেন।
খাতা ও কলম পেয়ে খুশি হয় শিক্ষার্থীরা। তারা সবাই প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর মতো একজন আদর্শবান মানুষ হবে বলে আশা ব্যক্ত করে।
এদিকে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় আলেম ওলামারা। পরিবারের সদস্য ছাড়াও পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক ভিপি শেখ রাসেল আলী মাসুদ, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের জ্যেষ্ঠ সভাপতি দৈনিক খবর বাংলার সম্পাদক ডা. আব্দুস সালাম, আতাইকুলা হাট মালিক আমিরুল ইসলাম বিপু, সমাজসেবক কুদরত উল্লাহ, আব্দুল মাজেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান বাচ্চুসহ দুই সহস্রাধিক মানুষ কুলখানিতে অংশ নেয়।