দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজসংলগ্ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের বরাত দিয়ে ইউএনবির খবরে বলা হয়, রাতে বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই তা পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উদ্দিন শাফু অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা এ আগুন ধরিয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।