আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করা হবে : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। তাই আন্দোলনের মাধ্যমে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে।
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের লতিফা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মিসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর এসব কথা বলেন।
বিএনপে নেতা আরো বলেন, ‘সেটা শেখ হাসিনা বা খালেদা জিয়ার অধীনে নয়, আমরা চাই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়য়ক সরকারের অধীনে নির্বাচন।’ তিনি আরো বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে সরকার পধত্যাগ করতে বাধ্য করেছে। এতেই প্রমাণ হয় বিচার বিভাগে সরকার যে হস্তক্ষেপ করছে। তিনি আদৌ পদত্যাগ করেছিন কিনা তাতেও সন্দেহ আছে।
এসময় কর্মিসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হইপ ফজলুল হক আসপিয়া, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।