আ. লীগের খুনখারাবিতে অভ্যাস আছে : গয়েশ্বর
বিএনপি নয়, বরং বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের খুনখারাবিতে অভ্যাস আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার সকালে সুনামগঞ্জ শহরের মোক্তারপাড়া এলাকায় হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানে বিরুদ্ধে সরকার নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের মাধ্যমে তাঁদের ভোটের বাইরে রাখার চিন্তা করছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা ভোট প্রয়োগের মাধমেই সেই সব ষড়যন্ত্র প্রতিহত করব।’
গয়েশ্বর আরো বলেন, বিএনপি রাতকানা দল নয়, বিএনপি দিনের আলোর দল। বিএনপিতে খুনখারাবির অভ্যাস নেই। সেটা আওয়ামী লীগেই আছে। একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনব্যবস্থা জনগণ দেখেছে। তাদের আমলেই গুম-খুন বেড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংসদের সাবেক হইপ ফজলুল হক আসপিয়া, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন প্রমুখ।