ছাগলে শিমগাছ খাওয়ায় বড় ভাইকে হত্যা!
সুনামগঞ্জের দিরাই উপজেলার কাইলনগর গ্রামে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বড় ভাই আকিল শাহের মৃত্যু হয়।
আকিল শাহ দিরাইয়ের কাইলনগর গ্রামের সোনাফর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের কাইলনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে আকিল শাহ ও তার আপন ছোট ভাই সিদ্দিক আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার বিকেলে আকিল শাহর ছাগল সিদ্দিক আলীর শিমগাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয় ছোট ভাই সিদ্দিক আলী। দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সিদ্দিক আলী ও তাঁর ছেলে লাঠিসোটা নিয়ে আকিল শাহের ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে আকিল শাহ গুরুতর আহত হয়। তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আকিল শাহের মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গতকাল ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। পরে বড় ভাই আকিল শাহ আজ ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখনো কেউ থানায় মামলা করেনি।