সুনামগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাল্লা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ ও যুগ্ম আহ্বায়ক সন্দীপনের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। আজ সকালে শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ার গাঁও বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে পলাশ তাঁর সমর্থকদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। ওই সময় যুগ্ম আহ্বায়ক সন্দীপনও তাঁর সমর্থকসহ মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পরে বাজারে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ইট পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। আহতদের শাল্লা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের দুইপক্ষের কর্মসূচি পালন নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। দুইপক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে বলেও জানান এই কর্মকর্তা।