যৌন হয়রানির দায়ে দুই মাদ্রাসাশিক্ষকের জেল
এক শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই মাদ্রাসাশিক্ষককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। তিনি এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আহম্মদপুর হজরত আয়েশা (রা.) মহিলা মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন ও মোবারক হোসেন।
পুলিশ জানায়, ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে তার অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও রুহুল আমিন আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ইসমাইল হোসেন ও মোবারক হোসেনকে তাঁর কার্যালয়ে নিয়ে যান।
পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই শিক্ষককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এ ছাড়া ওই মাদ্রাসাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।