দুর্ঘটনার কবলে ইজতেমার বাস, ইউপি সদস্যসহ নিহত ৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ চার ইজতেমা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত আটজন।
আজ সোমবার সকালে উপজেলার রশিদপুর সাতমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই গ্রামের বাসিন্দা আবদুল খালিক (৫০), ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় তাবলিগ জামাতের আমির আবু বক্কর (৫০), গোলেরগাঁও গ্রামের আকবর আলী (৫০) ও কলাইয়া গ্রামের আব্দুল জহুর (৫০)।
আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত যাচ্ছিলেন ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।
‘ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে আরো একজন মারা যান,’ যোগ করেন ওসি।
এদিকে আজ দুপুর সোয়া ২টায় নিহতদের লাশ সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনসহ ইউনিয়নবাসী। বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নের গোলেরগাঁও মাঠে চারজনের জানাজা হয়। পরে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।
এদিকে আজ সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমায় বাস থেকে নেমে সড়ক পাড়াপাড়ের সময় সুরুজ মিয়া (৬০) নামের আরেক ইজতেমা যাত্রী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি আস্তমা গ্রামের বাসিন্দা।